রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি◾
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম বকসির স্ত্রী রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক ৪৭ বছর।
পরিবারের এবং পুত্রবধূর শোকে পুত্রবধূর শ্বাশুড়ি জাহাঙ্গীর আলম বকসির মা আজ সকালে মৃত্যু বরণ করেন। মৃত্যু এমন হওয়াটা অস্বাভাবিক কারণ এরকম মৃত্যু পরিবারে কমেই হয়ে থাকে কিন্তু নজিরবিহীন মৃত্যুতে পরিবারে এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে।
একই সময়ে দুটি কবর দুটি মরদেহ আশ্চর্য ব্যাপার হয়ে গ্রামের মানুষের মনে শোকের কলহ বিরাজ করছে। তবে জানা যায় সুস্থ ছিলেন জাহাঙ্গীর আলম বকসির মা, মৃত্যু সময়কালে বয়স ছিল তার আনুমানিক ৮৩ বছর। কিন্তু পুত্রবধূর এমন মৃত্যু দেখে তিনি মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সত্যি এমন মৃত্যু কারও কাম্য না, আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারকে হেফাজত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
হাফিজুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
মোবাইলঃ ০১৩১৫-১২৪৮৫৫
দ.ক.সিআর.২৪