ক্রীড়া প্রতিবেদক◾
ওদের ইচ্ছে আছে। সাহস আছে। চোখে আছে দিন বদলের স্বপ্ন। পথ যত দুর্গমই হোক তা পাড়ি দেয়ার বাসনাও আছে ওদের।
তারুণ্যের উদ্যমকে সঙ্গী করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহি রাজার বাজারের একদল ক্রীড়ামোদি তরুণ মাঠে নেমেছে তারা। শপথ একটাই আর তা হলো সমাজকে বদলে দেয়া। তবে ওরা দরদ দিয়ে কাজ করতে চায়। আর তাই ক’জন এক হয়েছে। এক সঙ্গে হাত মিলিয়েছে। চেতনায় রাজার বাজারের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ওরা খেলাধুলার নৈপুন্যতা দিয়ে মানুষকে কাছে টানতে চায়। জয় করতে চায় সৃজনশীল মানুষদের হৃদয়। ২০০৯ সালে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের এমন ইচ্ছের প্রকাশ ঘটায়। লক্ষ্য পূরণে সহযোগিতা চেয়েছে সবার। সম্মিলিত আনন্দের সেই সন্ধ্যাটি ছিল সত্যিই অন্যরকম। যে সন্ধ্যায় রাজার বাজার স্কুলের মাঠে ছিল এক ঝাঁক তারুণ্যের উপস্থিতি। এসব তরুণরা ফুল দিয়ে বরণ করে নেন RBS সংগঠনটি। RBS এসব তরুণদের উৎসাহ দেয়ার মন্ত্র জুগিয়েছে। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
RBS যে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে তাদের সেই আশা, স্বপ্ন পূরণ হোক। তাদের মনে যে সাহস দেখেছি, চোখে যে স্বপ্ন দেখেছি নিশ্চয় তারা একদিন তাদের লক্ষ্যে পৌঁছাবে স্বমহিমায়।
একই সঙ্গে বিশ্বাস করি RBS কখনো চেতনা হারাবে না।
দ.ক.খেলাধুলা