হবিগঞ্জ প্রতিনিধি◾
হবিগঞ্জ সদর জেলার বটবৃক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ এর পৃষ্টপোষকতায় বড় বহুলা পশ্চিম হাটি থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের মধ্যস্থ সড়কে গতকাল সোমবার ৮ অক্টোবর প্রায় ১৫০ টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে।
উক্ত বৃক্ষ রোপন কার্যক্রমে সংগঠনের আহবায়ক এডভোকেট বিজন বিহারি দাস সহ উপস্থিত ছিলেন গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মন্নান, পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ সালাউদ্দিন টিটু, বটবৃক্ষ সংগঠনের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, সদস্য এডভোকেট অপরেশ দাস, ৫ নং গোপায়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এজাজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ খান, সাধারন সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদ্দুজামান ওয়াহিদ, আব্দুস সামাদ আজাদ সুমন, আলী রাজা উজ্জ্বল, আব্দুল সালাম সামিম, রিদ্বয় চৌধুরী, এমরান আহমেদ, নুরুজ্জামান, তানভীর আহমেদ রাতুল প্রমুখ।
উল্লেখ্য যে, যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব সালেহ আহমেদ এর পৃষ্ঠপোষকতায় জেলা সদরে সম্প্রতি অসংখ্য মহতি কার্যক্রম হচ্ছে।
দ.ক.সিআর.২৪