1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

কিভাবে বুঝবেন কোনটা হার্টের পেইন কোনটা গ্যাস্ট্রিক এর পেইন 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ডেস্ক◾

আমরা সাধারণত যখন কোন কিছু নিয়ে খুব বেশি পরিমাণে টেনশন করি তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। একই সাথে তখন আমাদের ইমিউন সিস্টেম বা সাধারণ বাংলায় যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলে থাকি সেটা কলাপ্স করে মানে ভেঙ্গে পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ মানুষ একটা বিষয় নিয়ে টেনশন থাকে সেটা হচ্ছে বুকের পিন পিন ব্যথা। অনেক রোগী এটাকে ঝিনঝিন, বা পিন পিন ব্যথা বলে থাকেন। এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন যে আমার হার্টে কোন প্রবলেম হয়েছে কিনা। তাই আজকে আলোচনা করব বুকের ব্যথা কোনটা আর কোনটা গ্যাস্টিকের ব্যথা।

আলোচনা শুরু করার আগে মানুষের মনে বিদ্যমান একটা কমন ভুল ধারণাটা ভেঙে দেই। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা যে আমাদের হার্ট বাম দিকে থাকে সে কারণে বাম দিকে কোন ব্যথা মানেই হাটের ব্যথা। আমি বলে রাখছি যে বাম দিকেও গ্যাস্টিকের ব্যথা হতে পারে। বাম দিকের ব্যথা মানেই হার্টের ব্যথা নয়।

এবার আসুন বুকের ব্যথাটা কি হার্টের ব্যথা নাকি গ্যাস্ট্রিকের ব্যাথা সেটা আমরা কিভাবে বুঝব।
মনে রাখবেন ব্যাথাটা যদি হার্টের হয়ে থাকে তবে রোগী কখনো একটা অথবা দুইটা আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে দেখাতে পারবেনা যে ব্যথাটা কোন জায়গায় হচ্ছে। সাধারণভাবে বলতে গেলে রোগী পুরো বুক ধরে নির্দেশ করবেন যে আমার পুরো বুকটা ভার হয়ে আছে। কখনো কখনো রোগী এরকমও বলবেন যে আমার মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ পা দিয়ে বসে আছে। মেডিকেলের বইতে এ বিষয়ে একটা ছবি দেওয়া আছে যেখানে একটা হাতি একজন রোগীর বুকের উপর পা দিয়ে আছে। এটা দ্বারা বোঝানো হয়েছে রোগীর বুক অত্যন্ত ভার হয়ে থাকবে। হার্টের ব্যথার ক্ষেত্রে ব্যথাটা বুক থেকে শুরু করে কখনো কখনো হাতের দিকে যেতে পারে কখনো কখনো চোয়ালের দিকে যেতে পারে কখনো কখনো পিঠের দিকে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর প্রচন্ড পরিমাণে হাতে ব্যথা হয়। একই সাথে কখনো কখনো দেখা যায় রোগীর চোয়াল ব্যাথা করে এমনকি সিনশিন অনুভূত হয়। হার্টের ব্যথার ক্ষেত্রে রোগীর প্রচন্ড পরিমাণে ঘামাবে। হার্টের ব্যথার ক্ষেত্রে রোগী খুব অস্থির ফিল করবে। কোন অবস্থাতে শুয়েই স্বাচ্ছন্দ বোধ করবে না। রোগীর চোখে মুখে একটা বিষাদের ছাপ স্পষ্ট বোঝা যাবে।। কখনো কখনো রোগীর শ্বাসকষ্ট হতে পারে। এ সকল লক্ষণ থাকলেই রোগী ২৫ থেকে ৩০ মিনিটের ভিতরে একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে।

 

এবার আসি গ্যাস্টিকের এর ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। গ্যাস্টিকের ব্যথার ক্ষেত্রে রোগী এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে যে ব্যথাটা কোন জায়গায় করাচ্ছে। এই ব্যথাটা সবসময় নাড়াচাড়া করবে। গ্যাস্টিকের ব্যথা কখনোই হাতে কিংবা চোয়ালে যাবে না। তবে কিঞ্চিত পরিমানে পিঠে ব্যথা হতে পারে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কখনো কখনো রোগী এরকমও বলবেন যে আমার মনে হচ্ছে আমার পিঠে কেউ কাঁঠালে যেরকম পাকর জন্য একটা কাঠের দন্ড ঢুকানো হয় , ঠিক তেমন মনে হয় কেউ একটা কাঠের দন্ড আমার পিঠে ঢুকিয়ে দিয়েছে।গ্যাস্টিকের ব্যথার ক্ষেত্রে রোগীর ঘামানোর প্রবণতা দেখা যায় না। অনেক সময় গ্যাস্টিকের ব্যথার ক্ষেত্রে ব্যথার সাথে সাথে হালকা একটু জ্বালাপোড়া থাকতে পারে। বাজারে প্রচলিত যে কোন ধরনের গ্যাস্ট্রিকের সিরাপ অথবা ওষুধ খাওয়ার ফলে যদি ব্যথাটা কমে যায় বা পুরোপুরি চলে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ব্যথাটা হার্টের নয় গ্যাস্ট্রিকের ছিল।

 

এবার আশা করি কেউ বুকে গ্যাস্ট্রিকের ব্যথা থাকলে সেটাকে হার্টের ব্যথা মনে করে সর্বক্ষণ টেনসনে থাকবেন না। একজন রোগী মানসিকভাবে সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একজন রোগী মরার আগে মন থেকে মরে যায যদি ওই ব্যক্তি কোন মানসিক দুশ্চিন্তায় থাকে। তাই অযথা কোনো মানসিক দুশ্চিন্তা করবেন না।

 

আর একটা কথা দয়া করে কখনো আপনার রোগের লক্ষণগুলো ইউটিউব অথবা গুগলের সার্চ দেবেন না। এতে করে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। মনে রাখবেন রোগের চিকিৎসার চেয়ে রোগটা শনাক্ত করাটাই সবচাইতে বড় কাজ যেটা শুধুমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসাই পারেন,  কোন ইউটিউবার নয়।

পরামর্শক: ডা: সাজ্জাদ হোসেন

দ.ক.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট