➖
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়াড রেমা চা বাগানে এক প্রতিবন্ধীর দোকানে ডাকাতি করতে গিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।
জানা যায়, নিহত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী একজন দোকানদার ছিলেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে তাহার বসত বাড়ি থেকে অনুমানিক ১ কিলোমিটার দূরের দোকান ঘরে দীর্ঘ ৩০/৩৫ বছর যাবৎ ব্যাবসা করে আসছেন, ঘটনার সময়ে অজ্ঞাত দুষ্কৃতকারীগন দোকান ঘরে প্রবেশ করে তাকে জবাই করে হত্যা করার পর লাশ মাটিতে ফেলে পালিয়ে যায়।
সকালে লোকজন দোকানে মালামাল কিনতে গিয়ে ঘটনা দেখতে পেয়ে মৃতের আত্মীয় স্বজনকে খবর দেয়।
স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন দোকানের একটি ড্রয়ার ভাঙ্গা পাওয়া যায়। অপর একটি ড্রয়ার তালাবদ্ধ পাওয়া যায়, তালাবদ্ধ ড্রয়ার খুলে ৩৩০৬০/= টাকা নগদ পওয়া যায়। লোকজনের ধারণা দুষ্কৃতিকারীরা ভাঙ্গা ড্রয়ারের টাকা লুট করার কালে হয়তো ভিকটিম বাধা দিয়ে থাকলে উক্ত ঘটনাটি ঘটে।
নিহত প্রতিবন্ধী জালাল মিয়া (৫০) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের রুসমত আলীর ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন সহ পুলিশ অফিসারগন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যান।
দ.ক.খুন,চুনা-২৪