1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

চুনারুঘাটে রাস্তায় বালু লোডের বিরম্বনায় অতিষ্ট পথচারি; প্রশাসন নিরব কেন জনমনে প্রশ্ন!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিনিধি◾

বালু খেকোদের জ্বালায় চুনারুঘাট উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। খোয়াই নদীর পার্শ্ব এলাকাগুলোই বলেন আর বাল্লা সড়কই বলেন, কোথাও ওদের অনিয়মে শান্তিতে নেই কেও।

 

আহাম্মদাবাদ ইউনিয়নের বাঁশতলা নামক স্হানে রয়েছে মেইন রাস্তার উপরে বিশাল একটি বালুর ডিপু। সেখানে প্রতিদিন রাস্তায় শত শত গাড়ি দাড় করিয়ে লোড করা হয় বালু। সকাল সন্ধা বলে কোনো কথা নেই ২৪ ঘন্টাই চলে তাদের এমন কার্যক্রম ও অপকর্ম।

 

গতকাল সন্ধার পর বাঁশতলায় প্রায ৫০ টিরও অধিক গাড়ি দাড় করিয়ে রাখে মহালের ম্যানেজার সম্বু। এসময় পাশদিয়ে অন্য একটি গাড়ি পারাপার হওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে পুরু রাস্তাই বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টার অধিক সময় পর্যন্ত ছিল এই জ্যাম।

পরবর্তিতে এলাকার কিছু জনসাধারণ ম্যানাজার সম্বুর কাছে গিয়ে এসব অনিয়মের কারণ জানতে চায়, কেনো এইভাবে রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। ম্যানেজার সম্বু তাদের ভয় ভীতি দেখিয়ে বলেন, এটা সরকার অনুমোদিত মহাল। যতদিন পর্যন্ত আমাদের মেয়াদ আছে এভাবেই সরকারি রাস্তায় চলবে আমাদের কর্যক্রম। এমনকি বেশি কথা বললে চাঁদাবাজি মামলার হুমকিও দেয় সে!

 

এখন জনমনে প্রশ্ন- মহালের মালিকরা তো ছিলো সবাই আওয়ামিলীগের নেতা। তারাতো সবাই বর্তমানে পলাতক। তাহলে এই সম্বুর কুঠির জোর কোথায়?

 

পরিশেষে উপস্থিত কয়েকজন জানান, তারা বিষয়টি নিয়ে সেনা ক্যাম্পে যাবেন অভিযোগ জানাতে।

দ.ক.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট