➖
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন প্রিন্সিপাল আব্দুর রব সাহেব। শনিবার (১২ অক্টোবর) রাতে ও শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার মিরাশি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শে যান তিনি।
পূজামন্ডপ পরিদর্শন এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সহ পূজার সার্বিক বিষয় সর্ম্পকে খোঁজখবর নেন উপজেলা বিএনপি নেতা, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুর রব সাহেব।
এ সময় উনার সাথে উপস্থিত ছিলেন মিরাশি ইউনিয়ন বিএনপি নেতা জনাব তাজুল ইসলাম (মেম্বার), জনাব আজিজুর রহমান রাহাত, মিরাশি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান সায়েম, যুবদল নেতা মুজিবুর রহমান দুলাল, যুবদল নেতা ও সাংস্কৃতিককর্মী ফকির দুলাল, যুবদল নেতা ফারুক মিয়া, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিপন, ছাত্রদল নেতা মোফাজ্জল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সহপতি প্রিন্সিপাল আব্দুর রব সাহেব পুজা উদযাপন কমিটিগুলোকে জানান, সুষ্ঠভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্তরবর্তি সরকারের কাছ থেকে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থার আশ্বস্ত করেন পূজা কমিটিকে তিনি।
মতবিনিময় কালে আরও বলেন, মানবপ্রেম, বিদ্বেষহীন আচরণ, সহমর্মিতা ও সম্প্রীতির আদর্শই হলো সকল ধর্ম সমূহের মুল শিক্ষা। তাই আমি প্রত্যাশা করি- আমাদের মিরাশি ইউনিয়নের সকল সনাতন ধর্মালম্বীদের সাথে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং স্বস্বধর্ম পালনে স্বত:ষ্ফূর্ততা প্রতিষ্ঠা পাবে।
দ.ক.পূজা-২৪