চুনারুঘাটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রশাসনিক কার্যকর পদক্ষেপ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে কার্যক্রম সংহত করার আহ্বান জানিয়েছে চুনারুঘাটের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট ।
আজ রবিবার (১৩ অক্টোবর) সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চুনারুঘাট একটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ উপজেলা। নদী দখল, দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, এবং অবাধে পাহাড় কাটা, পাহাড় থেকে গাছ চুরি অব্যাহত আছে। পাশাপাশি হর্নের ব্যবহার তীব্র মাত্রায় বেড়ে গিয়েছে। রেমা কালেঙ্গা, সাতছড়ি সহ চুনারুঘাটের বৃহৎ দুটি বনে অসংখ্য জীববৈচিত্র্য, বিলুপ্ত প্রজাতির গাছ রয়েছে। পাহাড় কাটা, গাছ চুরি অব্যাহত থাকার কারনে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। যা পরিবেশের জন্য ইতিবাচক নয়। মানবকূলের জন্য ধ্বংস ডেকে আনতে পারে৷ কেননা প্রাণীকূল একে অপরের উপর নির্ভরশীল।
পাশাপাশি চুনারুঘাটের নদীগুলো নানানভাবে দখল ও দূষণের শিকার হচ্ছে। ফলে বন্যা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। নদী তীরে অবাদে ময়লা ফেলার ফলে নদী দূষিত হচ্ছে। এ সমস্ত বিষয়ে সর্বসাধারণকে সচেতনতার বার্তা দিচ্ছে সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট।
সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ, জলবায়ূ, ক্রীড়া, মানবাধিকার, শিশু অধিকার, বুদ্ধিভিত্তিক বিকাশ, মেধাস্বত্ব নিয়ে কাজ করছে।
দ.ক.সিআর.২৪