নিজস্ব প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ রোববার (১৩ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা। দেবীর ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
হিন্দুধর্মাবলম্বীরা জানান, নবমীতে এসেই পূজার ষোলোকলা পূর্ণ হয়। বাজে বিদায়ের সুর। দশমীতে বিদায় জানানো হয়। এবার নবমীতেই দর্পণে বিসর্জন হয়েছে।
জানা গেছে, রোবরাব (১৩ অক্টোবর) বেলা ৩টার পর থেকে প্রতিমা বিসর্জন দেবেন ভক্তরা। একই সঙ্গে বিজয়া শোভাযাত্রা বের হবে।
এদিকে, বিজয়া শোভাযাত্রা উৎসব মুখর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে অন্তরবর্তি কালিন সরকার প্রশাসন। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশও মোতায়েন থাকবে।
এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
প্রতিমাবিসর্জনের জন্য নির্ধারিত সময় ও স্থান অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ পুলিশের।
দ.ক.বিজয়া