আ সা দ ঠা কু র ◾
এক
কারো বিশ্বাস বা মতামতের উপর জবরদস্তি চলবে না। যেকোন বিশ্বাস বা মতামত প্রচার করা যাবে, কিন্তু চাপানো যাবে না৷ অন্যের মতামত এবং বিশ্বাসের প্রতি সংবেদনশীল, শ্রদ্ধাশীল হতে হবে। মত প্রকাশের জন্য কাউকে বিপদগ্রস্ত করা চলবে না। যেকোনো সমালোচনা করা যাবে নির্ভয়ে। এইতো!
এই বেসিক কথাগুলা বারবার বলা লাগলে বারবার বলতে হবে। সরকার মোটামুটিভাবে থিতু হওয়ার পরও যদি এইগুলা নিশ্চিত করতে না পারে, সবক্ষেত্রে নিশ্চিত না করতে পারলেও অন্তত এর পক্ষে স্পষ্ট অবস্থান নিতে না পারে, তাহলে সেই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নেতৃত্বদানের জন্য যোগ্য হিসাবে নিজেদের প্রমাণ করতে পারবে না।
২.
জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করি। কোনভাবেই ৩৬ জুলাই পূর্ববর্তী সময়ে ফেরত যাইতে চাইনা।
পুরনো বয়ানের বাইরে গিয়ে স্বাধীন রাষ্ট্রের জন্য দীর্ঘ লড়াইয়ের পটভুমিতে সংগঠিত ৭১-এর মুক্তিযুদ্ধ এবং দীর্ঘসময়ের গণতান্ত্রিক সংগ্রামের ফসল ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট, উভয়কে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার, সরকারসংশ্লিষ্টদের, এমনকী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের পলিসির পর্যালোচনা, সমালোচনা ও প্রয়োজন হলে বিরোধিতা করতে চাই। সরকারের জবাবদিহিতা চাই। সংস্কারবিষয়ক রূপরেখা ও সময়সীমা সংক্রান্ত সুস্পষ্ট বক্তব্য চাই।
এতটুকুই
দ.ক.আলাপ