আমাদের লিভার শরীরের বিষাক্ত পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে। তাই লিভারকে ভালো রাখতে হলে কিছু খাবার থেকে দূরে থাকা জরুরি। জেনে নিন কোন ৫টি খাবার আপনার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে:
অতিরিক্ত তেলযুক্ত খাবার: অতিরিক্ত তেলে ভাজা খাবার লিভারের চর্বি জমিয়ে রাখতে পারে, যা লিভার ফাংশনকে ক্ষতিগ্রস্ত করে।
প্রক্রিয়াজাত খাবার: প্রক্রিয়াজাত খাবারে থাকে প্রচুর পরিমাণে সংরক্ষণকারী পদার্থ এবং কৃত্রিম রাসায়নিক, যা লিভারের জন্য ক্ষতিকর।
অতিরিক্ত মিষ্টি: অতিরিক্ত চিনি লিভারে ফ্যাট জমিয়ে দেয়, যা পরবর্তীতে ফ্যাটি লিভার ডিজিজের কারণ হতে পারে।
কোল্ড ড্রিংকস: কোল্ড ড্রিংকস লিভারের কোষ নষ্ট করে দিতে পারে এবং লিভার সিরোসিসের মতো রোগের কারণ হতে পারে।
লবণযুক্ত খাবার: অতিরিক্ত লবণ লিভারে পানি জমিয়ে রাখতে পারে, যা লিভারের স্বাভাবিক কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
লিভারকে সুস্থ রাখতে হলে এই খাবারগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকুন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
নাজমুল রনি, ওয়েব ডেবভলপার
দ.ক.খাদ্যাভ্যাস