➖
অনলাইন ডেস্ক◾
অল্পবয়সীদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তি বাড়ছে, যা মারাত্মক সামাজিক সমস্যা দেখা দিয়েছে। এজন্য যারা দায়ী তাদের মধ্যে অভিনয় শিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজকেরাও রয়েছেন।
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে নাটক-চলচ্চিত্র-ওয়েবসিরিজে তারকাদের দিয়ে ধূমপানের দৃশ্য প্রদর্শনের কারণে তরুণরা প্রভাবিত হয়ে এ মরণনেশায় ঝুঁকছে, যা মাদকাসক্তির প্রথম ধাপ।
মুক্তির অপেক্ষামান চলচ্চিত্র ‘জংলি’র পোস্টার থেকেই বোঝা যায়, এ সিনেমায় ধূমপানকে প্রাধান্য দেয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে নেশাগ্রস্ত করানোর এ অপচেষ্টা রুখে দিতে স্যোসাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে।
আসুন জোরালো দাবী তুলি- আইন লঙ্ঘণ করে বানানো ‘জংলি’ সিনেমা নিষিদ্ধ করা হোক।
#StopTobacco#BanSmokingInMovie
দ.ক.সিআর.২৪