➖
বাংলাদেশ লেডিস্ ক্লাব ইউএই এর উদ্যোগে সংগঠনের আসন্ন বর্ষপূর্তী উপলক্ষে আজমানের রাহাত সুইট রেস্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ অক্টোবর রোজ শনিবার। আয়োজনে বিগত ও আগামীর বছর গুলোর পথ চলা নিয়ে নেতৃবৃন্দ নানাবিধ বিষয়ে আলোচনা করেন।
সংগঠনের ফাউন্ডার লিজা হোসেন মুখ্যপাত্র লাবন্য আদিলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সিআইপি জেসমিন আক্তার, শরিফা সৈনিক, রোমানা জাহাঙ্গীর, মেরুনা ইয়াছমিন। নিবাহী সদস্য শাহিদা আফরিন সেজুতি, তানিয়া আহমেদ, শাহিদা শাহী, সাবিনা সুলতানা, সালমা সাফায়েত, মাকসুদা খানম, শবনম আক্তার, সুমনা দাস, সদস্য রুখসানা মজুমদার, নাজমা আক্তার, ইশিকা পারভিন, শারমিন রাখী, রুনা নেশা, কামরুন নাহার সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বি এল সি'র পথ চলার প্রশংসা করেন সেই সাথে আগামীতে আর ও বলিষ্ঠ অংশগ্রহণে সুপারিশ জানান।
দ.ক.প্রবাস.২৪