➖
মোঃ তোফাজ্জল মিয়া, চুনারুঘাট◾
হবিগঞ্জ ৪-(চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার সুমনের গ্রেফতারের খবরে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মধ্য বাজারে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। আজ (মঙ্গলবার) ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সুমনের ফাঁসিও দাবি করেন।
অন্যদিকে ব্যরিস্টার সুমনের ভক্তরাও প্রস্তুতি নিচ্ছিলেন তার উপর দায়েরকৃত মামলার প্রতিবাদ জানাতে কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা সাহস করতে সক্ষম হয়নি।
বিএনপির নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যরিস্টার সুমন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। প্রহসনের নির্বাচনকে বৈধ করতে তার ছিলো জুড়ালো ভূমিকা। ২৪ এর ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনার পক্ষাবলম্বন করেছে সুমন।কাজেই রাষ্ট্র যেন আইনগতভাবে তাকে বিচারের মুখোমুখি নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করে।
অন্যদিকে দেখা যায় সোস্যাল মিডিয়ায় সুমনের ভক্তরা নানান ক্ষোভ আর আক্ষেপ নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, আন্দোলনের সময় সুমন যদি ছাত্রদের পক্ষে অন্তত একটা ভিডিও বার্তা দিত তাহলে আজকের দিনটি তার দেখতে হতো না! আজ ছাত্র সমাজ তাকে মাথায় তুলে রাখতো কিন্তু সুমন পরিস্থিতি আন্দাজ করতে পারে নাই বরং সে হাসিনার প্রিয়পাত্র হতে গিয়ে আমও গেলো ছালাও গেলো।
দ.ক.মিছিল