➖
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কলেজ পড়ুয়া মেয়ে জবা আক্তার প্রথম ক্যান্সারে আক্রান্ত হয় সাত বৎসর আগে।
জবা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। ক্যান্সারের মত ব্যায়বহুল ব্যাধির চিকিৎসা করার সামর্থহীন জবা সবার সহযোগিতায় এতদিন যাবত বাঁচার জন্য যুদ্ধ করেছে। অত্যন্ত আত্মবিশ্বাসী জবার আল্লাহর উপর অগাত বিশ্বাস ছিল যে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু দীর্ঘদিন চিকিৎসায় জবা এখন একেবারেই ক্লান্ত, নিরাশ। এখন জবার বেঁচে থাকার জন্য অস্থি মজ্জা প্রতিস্থাপন জরুরি প্রয়োজন। এই জীবন রক্ষা চিকিৎসা পদ্ধতির খরচ অপরিসীম, এবং এটি ছাড়া, তার বাঁচবার কোন আশা নাই। হতাশাগ্রস্হ জবা বাঁচতে চায়। বিনীতভাবে সবার প্রতি অনুরোধ জবাকে সাহায্য করুন। জবাকে বাঁচান।
আমাদের সবার সহযোগিতায় জবা আবার একটি সুস্থ্য স্বাভাবিক জীবন ফিরে পেতে পারবে।
Bank Account:
Joba & Mostaque Bahar
AC No: 5704201022588
Sonali Bank, Chunarughat
Ac No: 1024101208544
Pubali Bank, Chunarughat
মৃত্যু পথযাত্রী ক্যান্সার আক্রান্ত জবাকে বাঁচাতে পাশে দাঁড়ান, প্লীজ
দ.ক.আহ্বান