➖
কাজী মাহমুদুল হক সুজন◾
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ । এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৩ অক্টোবর ) সকালে চুনারুঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ও দারোগা লিটন রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম চুনারুঘাট উপজেলার সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে অভিযান চালিয়ে গাঁজা সহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)।
তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার বিকেলে হবিগঞ্জ আদালতে পাটানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তারা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।
একটি সূত্র জানায় সম্প্রতি সময়ে চুনারুঘাট সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদকচক্র। সীমান্তের চিমটিবিল, গুইবিল, সাতছড়িসহ বেশ কয়েকটি স্থান দিয়ে ঢুকছে প্রচুর গাঁজার চালান। গত এক সপ্তাহে র্যাব, বিজিবি পুলিশের হাতে প্রায় দুইমণ গাঁজা সহ ৬ কারবারি গ্রেপ্তার হয়। এ অবস্থায় চুনারুঘাটের জনগণ মাদক পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছে।
দ.ক.মাদক