➖
মোঃ তোফাজ্জল মিয়া◾
সংঘাত নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জ সদরে তিন দিনের তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হয়।
দেশের যুবসম্প্রদায়কে সংগঠিত করে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী যুব ও যুব নারী প্রতিনিধিদের নিয়ে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ শুরু হয়।
(২২থেকে ২৪অক্টোবর ২০২৪ খ্রি:) সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত, সদর উপজেলার রাঙ্গেগাঁও ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে,তরুণ নেতৃত্ব বিকাশের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট,এর মিপিস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ সভায়, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিপিস এর টেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট, উত্তম কুমার সরকার, ও সহযোগী টেনিং অফিসার মনিরুজ্জামান, পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন, পিস এম্বাসেডর ও সুজন হবিগঞ্জ জেলা সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন , পিস সদস্য ও সুজন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক, মোতালিব তালুকদার দুলাল, পিস সদস্য সাংবাদিক আজিজুল ইসলাম হৃদয়, ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ জেলা।
দ.ক.প্রশিক্ষণ