➖
অনলাইন ডেস্ক◾
বাংলাদেশে প্রচলিত ইন্টারনেট সেবা এখন পর্যন্ত মুঠোফোন টাওয়ার ও সাবমেরিন কেবলের মাধ্যমে নির্ভর করে আসছে। কিন্তু স্টারলিংক এই সেবায় নতুন এক বিপ্লব আনতে যাচ্ছে! স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে, যা পৃথিবীর দুর্গম অঞ্চলগুলোতেও দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সক্ষম।
বিশ্বের ৫০টিরও বেশি দেশে সফল কার্যক্রম পরিচালনা করে স্টারলিংক এখন বাংলাদেশেও আসার পরিকল্পনা করছে। এর ফলে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবার দ্বার উন্মোচিত হবে।
স্টারলিংক বাংলাদেশে আসলে, তথ্যপ্রযুক্তি খাতের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাবে আমাদের দেশ। যুক্ত হোন এই নতুন যুগের সাথে, আরও এগিয়ে যান উন্নতির পথে!
দ.ক.সিআর