➖
ফকির লালন শাহ'র জীবদ্দশায় তাঁর একমাত্র স্কেচটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই ছবিটিকেই লালন ফকিরের একমাত্র প্রত্যক্ষ চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়৷
শিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বহস্তে ছবির নিচে লিখেছিলেন, ’লালন ফকির (শিলাইদহ বোটের উপর)'। লক্ষ্যণীয় যে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাম লিখেছেন, 'লালন ফকির'! সাঁই বা বাউল লিখেননি।
ছবিতে তারিখ দেওয়া ৫ ই মে, ১৮৮৯। কোনো এক অজ্ঞাত কারণে দীর্ঘকাল এই স্কেচ লোকচক্ষুর অন্তরালে ছিলো। ১৯৭৬ সালে বিশিষ্ট লালন গবেষক ড. সনৎকুমার মিত্রের উদ্যোগে প্রথমবার লালনের এই প্রতিকৃতি জনসমক্ষে এসেছিলো। এই বিষয়ে সনৎকুমার মিত্র উল্লেখ করেছিলেন- দীর্ঘ ছিয়াশি বছর পর আমি তাঁকে প্রকাশ্যে লোক চক্ষুর সামনে হাজির করলাম। গবেষকদের অনুমান, এ ছবিটি লালনের মৃত্যুর এক বছর আগে আঁকা। ছবিটি ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।
তথ্যসূত্র:
১। ড. সনৎকুমার মিত্র, লালন ফকির: কবি ও কাব্য, সাহিত্য প্রকাশ, কলকাতা, ১৩৯৬ বঙ্গাব্দ।
২। আবুল আহসান চৌধুরী, লালনশাহ সমগ্র, পাঠক সমাবেশ, ঢাকা, ২০০৮।
ছবি: উইকিমিডিয়া।
দ.ক.সিআর.২৪