➖
মোহাম্মদ সুমন◾
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চুনারুঘাট শাখার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শাখা কর্তৃপক্ষ। ৩ নভেম্বর ২০২৪, রবিবার সন্ধ্যায় শাখা মিলনায়তনে শাখা প্রধান ও ব্যাংকের ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব আবু সাদাত মওদুদ আহমদ এর সভাপতিত্বে ও ম্যানেজার (অপারেশন্স) জনাব মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান জনাব মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাটপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হাসান, চাটপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আ.স.ম কামরুল ইসলাম, গাতাবলা দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা ইদ্রিস আলী, মিরপুর আলিফ সুবহান চৌধুরী কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ফারুক উদ্দীন চৌধুরী, রাণীগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ফজলুল হক তরফদার আবিদ, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন সম্পাদক জনাব মীর সাহেব আলী, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ইমদাদুল হক চৌধুরী, হাজী মাহমুদ হোসাইন জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রায়হান উদ্দীন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তোতা মিয়া। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন চুনারুঘাট শাখার আরডিএস কর্মকর্তা জনাব মোঃ ইয়াহিয়া।
বক্তারা চুনারুঘাট শাখার গ্রাহক সেবার ভূয়সী প্রশংসা করেন এবং ইসলামী ব্যাংকের আধুনিক, যুগোপযোগী ও কল্যাণমুখী এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাশেষে অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হাসান এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দ.ক.ব্যাংকিং