➖
মীর জুবাইর আলম◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে আজ সোমবার ৪ নভেম্বর বিনামূল্যে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সারের এইচপিভি টিকা প্রদান করা হয়।
সম্প্রসারিত টিকা দান কর্মসূচি (ইপিআই) ক্যাম্পিনে উপস্থিত ছিলেন গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আবু নাসের, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হান্নান, স্বাস্থ্য সহকারী সেলিম আহমেদ ও পরিবার কল্যাণ সহকারী রোকসানা জাহান।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এক ডেজ এইচপিভি টিকা নেয়ায় দেশের মেয়ে শিক্ষার্থীদের বিশাল একটা অংশ স্বাস্থ্য সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল। বর্তমান সময়ে জরায়ু মুখের ক্যান্সার রুগটিতে অনেক মেয়েরাই ভোক্তভোগী। এধরনের রোগে উন্নত চিকিৎসা নিতে না পারায় অধিকাংশ মেয়ে রুগিরাই যোনি ক্যান্সারে মৃত্যু বরণ করতে হয়। বর্তমান সরকার দেশের মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সারের এইচপিভি টিকা প্রদান করায় প্রশংসিত হচ্ছে।
এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখের ক্যান্সার রুখে দিন।
দ.ক.সিআর