➖
মীর জুবাইর আলম◾
৭ই নভেম্বর; সিপাহী জনতার ঐক্যের গৌরবময় দিন! ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার সম্মিলিত শক্তিতে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত জাতিকে পুনরায় স্থিতিশীলতার পথে নিয়ে আসে এই বিপ্লব। জাতির প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী-জনতা দেশকে বিশৃঙ্খলতা থেকে রক্ষা করেছিল।
এই লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় গাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ফজলুর রহমান রিয়াদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুষার মিয়ার পরিচালনায় দিবসটি উৎযাপিত হয়।
সংহতি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি উসমান গণি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল মিয়া সোহাগ, সহ দপ্তর সম্পাদক শেখ জুবায়ের আহমেদ, শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদ মিয়া, সজল মিয়া, রাকিব খন্দকার, শাকিল মিয়া, অন্তর মিয়া, শাকিল মিয়া, সুজন মিয়া, শাহিন মিয়া সহ অসংখ্য ছাত্রদল নেতাকর্মী।
আলোচনা সভায় নেতাকর্মীরা অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন- সবাই শহীদ জিয়ার আদর্শ বুকে লালন ও ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি দেশ ও মানুষের কল্যাণে চালিয়ে যেতে বদ্ধপরিকর।
বক্তারা আরও বলেন, ৭ই নভেম্বর আমাদের জন্য শুধু একটি দিন নয়, এটি ঐক্য, সংগ্রাম ও জাতীয় গৌরবের প্রতীক।
দ.ক.সিআর.২৪