➖
মোহাম্মদ সুমন◾
বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় সেবা বিজ্ঞান ক্লাব আয়োজন করে দুইদিন ব্যাপী গণিত কর্মশালা ও ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। চুনারুঘাট উপজেলার ১৩টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সেবা বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে ও ক্লাবের পরিচালক খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা।
গণিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দুদিন ব্যাপী কর্মশালা পরিচালনা করেন সুকল্যান বাছাড়, সিনিয়র কিউরেটর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা। সহযোগি প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ আজিজুল ইসলাম, সহকারী কিউরেটর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা।
ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করেন মোঃ আজিজুল ইসলাম, মোঃ আজমত আলী ও জগন্নাথ পাল।
প্রদর্শনী ও কর্মশালায় সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন সেবা বিজ্ঞান ক্লাবের প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান ও মোঃ ইকরামুল হোসেন।
শিক্ষকদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ বিন জালাল, প্রভাষক, রাকিবুল আলম চৌধুরী, সাদ্দাম হোসেন, সহঃশিক্ষক, দীপ্ত কানু,
মোঃ আব্দুল মজিদ, মোঃ বেলাল হোসেন,
সোহেল মিয়া, মোছাঃ তাইফা তালুকদার, মোঃ তানিম হোসেন।
দুদিন ব্যাপী গণিত কর্মশালায় গণিতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের গণিতের ইতিহাস সহ বিভিন্ন টেকনিক প্রদান করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
উল্লেখ্য যে, সেবা বিজ্ঞান ক্লাব চুনারুঘাট উপজেলায় বিজ্ঞান শিক্ষার উন্নয়নে বিজ্ঞান মেলা, বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, সায়েন্স ক্যাম্প, এস্ট্রোনোমি ক্যাম্প, রোবটিক্স ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প ও অলিম্পাডের আয়োজন করে যাচ্ছে। শিক্ষার্থীরা জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে বিজয়ের স্বাক্ষর রেখে যাচ্ছে।
দ.ক.সিআর.২৪