এম ফজলুর রহমান খালেদ◾
সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের অধিনে চুনারুঘাট উপজেলার ৬০টি গ্রামের গ্রামকর্মী ও সদস্যদের নিয়ে একটি মাসিক যৌথ সভার আয়োজন করা হয়। অদ্য ১০ নভেম্বর রোববার সভাটি চুনারুঘাট কৃষি অফিস ভবনে অনুষ্টিত হয়।
উপজেলা সমবায় অফিসার ও সহকারী প্রকল্প পরিচালক কান্তি ভুষন সেন গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন ইবনে সাঈদ উপ প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) তৃতীয় পর্যায় (বার্ড অংশ) বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাছান জাহাঙ্গীর হিসাব রক্ষক কর্মকর্তা সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) তৃতীয় পর্যায় (বার্ড অংশ)। আরও উপস্থিত ছিলেন মোঃ আছাদ মিয়া ও সীতেন্দ্র চন্দ্র দেব সহকারী পরিদর্শক চুনারুঘাট (সিভিডিপি)।
এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম পশু চিকিৎসক চুনারুঘাট উপজেলা পশু হাসপাতাল।
এতে সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের ৬০টি গ্রামের গ্রামকর্মী ও সদস্যরা অংশগ্রহন করেন। এই প্রকল্পের মাধ্যমে সদস্যদের বিভিন্ন প্রকার কাজের উপর সল্প মেয়াদি প্রশিক্ষণ প্রদাহ করে হয়। দুই ও তিন মাসের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বি হিসাবে গড়ে তোলা হয়।
সিভিডিপি’র প্রশিক্ষণের মধ্যে আছে গবাদি পশু পালন, হাঁস মুরগীর খামার পরিচালনা, ইলেকট্রিশিয়ান, মোবাইল মেরামত ও সেলাইয়ের কাজ এবং ড্রাইভিং শেখানো সহ ফ্রিজ মেরামতের কাজ শেখানো হয়।
দ.ক.ডিআর.২৪