➖
কালনেত্র প্রতিবেদক◾
বাংলাদেশে ১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। আর ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১,০৩৪,৫০৭ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১৩৪টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১৩৪ = ১৯৪.০২ টাকা
অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ১৯৪.০২ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।
স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে। কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১৯৪টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।
দ.ক.সিআর.২৪