➖
কবি এস এম মিজান
এর
নদীর উপর ছায়া
::
আমার বালিশকে আজ সন্দেহ হচ্ছে
সন্দেহ হচ্ছে বিছানার চাদরকে
জানালার গ্রিল, বারান্দার উঠনি
জুতার স্পাইক
এমনকি আমার চোখের গ্লাস
শয়নকক্ষের ফ্লোর
যে গুলো আমার নিত্য শান্তির নিত্যবন্ধু
নিঃসংকোচে যেখানে বিচরণ সেখানে সন্দেহের সংকোচন।
পালাবার রাস্তা কোথায়?
সব পথরুদ্ধ, জানালায় উঁকি দিয়ে আকাশ দেখি
দেখি চাঁদের বদনখানি
দেখিনা তোমায় কতদিন হলো!
যেগুলোকে ভাবতাম মহান চিন্তা
সেগুলো আজ বহু তুচ্ছ
নদীর উপর পুঞ্জীভূত ছায়া
ঘিরে রেখেছে বহুমায়া
নীলিমার বুকে এক সাগর যাতনার অশ্রুজল
জেনে রেখো বিষ,
নীলকন্ঠ ধারন করে গড়েছি এই সভ্যতা
আমার প্রিয়ার না দেওয়া অতৃপ্ত চুম্বনের তৃষ্ণায় ধ্বংস হবে তোমার শক্রতা।
দ.ক.সাহিত্য