➖
কালনেত্র ডেস্ক◾
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা এড: এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৫ বছর বিএনপির মিছিলে লোক খুঁজে পাইনি। আর এখন এত বিএনপি হয়েছে যে মঞ্চেই জায়গা পাওয়া যায় না।
দুলু আরও বলেছেন, যারা আওয়ামী লীগের লোকের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির ওপর হামলা করেছে, তাদেরকে যারা দলে নিয়ে আসবে সেসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা আগে নেওয়া হবে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
এছাড়াও তিনি বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আমাদের ওপর এত জুলুম করেছে তাও আমরা পালিয়ে যাইনি। কিন্তু শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছে।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫ তারিখের পর থেকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এসব ইন্ধন দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই।
তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
দ.ক.সিআর.২৪