➖
কালনেত্র প্রতিবেদক◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের সন্তান সানি (১৮)।
পিতৃহীন পরিবারের একমাত্র ছেলে সানীকে তাঁর মা অনেক কষ্ট করে বহু স্বপ্ন নিয়ে ২০২১ সালে সৌদি আরব পাঠান। সেখানে চাকুরীরত অবস্থায় ২০২২ সালে সে মারাত্বক ব্রেইন স্ট্রোক করলে সৌদি আরবে সরকারি খরচে তাঁর চিকিৎসা হয়। ওই সমস তাঁর দুটি ঝুঁকিপূর্ন অপারেশনও হয় সেখানে। এবং চিকিৎসকগণ তার বাঁচার আসা ৯৫% ছেড়ে দিতে বলছিলেন। পরিশেষে আল্লাহর অশেষে রহমতে অপারেশন সাকসেস হয়। তবে অপারেশনের দেড় মাস পর তাঁর জ্ঞান ফিরে। একটু সুস্থ হওয়ার পর সানীকে স্থায়ীভাবে দেশে পাঠিয়ে দেয়া হয়। তখন সে হুইল চেয়ারে বসে চলাফেরা করত।
দেশে আসার পর থেকে তাঁর মা দেশ ও প্রবাসের অনেকের সাহায্য সহযোগীতা নিয়ে সানীর চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে তাঁর দুটি ইনজেকশন ও থেরাপী সহ মোট ৩ লাখ টাকা হলে ডাক্তারগণ তাঁর পূর্ণ সুস্থতার আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু এই মুহূর্তে তাঁর সাময়িক ঔষধ ও পারিবারিক খরচ চালানোর স্বামর্থ তাঁর মায়ের পক্ষে অসম্ভব।
মাত্র ৩ লাখ টাকার জন্য আমাদের মাঝ থেকে একটি ছেলে সহযোগীতার অভাবে চিরদিনের জন্য অকালে হারিয়ে যাবে কিংবা সানীর চিকিৎসা ব্যহত হয়ে তার জীবন ধ্বংস হউক সেটা নিশ্চয়ই মানব হিতৈষী ব্যক্তিরা চাইবেন না। তাই মানবতার প্রেমে যাদের অন্তপ্রাণ তাদের কাছে আকুল আবেদন, সানীকে বাচাঁতে এগিয়ে আসবেন। আপনাদের সবার সহযোগীতায় একটি কচি প্রাণ মৃত্যুপথ থেকে বেঁচে ফিরে এসে তার অভাবি মায়ের মুখে হাসি ফুঁটানোর দায়িত্ব নিতে পারবে, ইনশাল্লাহ
এছাড়াও দেশ ও প্রবাসের প্রিয় ভাই বন্ধুদের প্রতি আকুল আবেদন সানীকে বাঁচাতে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিন, প্লীজ
সানীর বিকাশ: 01732877230
ব্যাংক একাউন্ট: MD. SANI MIAH
A/C NO: 20507770224716933
BRANCH: AGENT BANKING SERVICE
SWIFT CODE: IBBLBDDHFRD
ROUTING NO: 125270607
ISLAMI BANK BANGLADESH PLC
জনস্বার্থে কালনেত্র
দ.ক.সিআর.২৪