কালনেত্র প্রতিবেদক◾
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের ২ হাজার ৭৫০ জন অতি দরিদ্র নারীকে আয়বর্ধক মূলক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে নগদ ২৫ হাজার টাকা করে মোট ৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা পর্যায়ক্রমে বিতরণ করবে ইসলামিক রিলিফ বাংলাদেশ।
ইতিমধ্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বলা হয়েছে পর্যায়ক্রমে অত্র উপজেলার ৭টি ইউনিয়নের নারীদেরকেই এই টাকা দেয়া হবে।
এখন রাজারহাটের সচেতন মানুষের কাজ হবে কারা এই অর্থ পাচ্ছে, সেটা দেখা। প্রকৃত অসহায় নারীরা যাতে এই টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে। খেয়াল রাখতে হবে, সমাজ সেবার কর্মকর্তারা যাতে এ টাকা আত্মসাতের সুযোগ না পায়।
ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশসহ ৪৫ টি দেশে সংস্থাটির কার্যক্রম রয়েছে।
দ.ক.সিআর.২৪