1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশের হাতে থাকবে না প্রাণঘাতী অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আসিফ ও মনিরের দুর্নীতির তদন্তের অনুরোধ বন্ধ হতে যাচ্ছে ব্যাটারিচালিত রিক্সার উৎপাদন ওয়ার্কশপ- চার্জিং পয়েন্ট গাছে গাছে ঝুলছে কাঁঠাল— কোথায় লুকিয়ে ছিলেন সাবেক এমপি মমতাজ, যা জানা গেলো— সারাদেশে এনআইডি কার্যক্রম বন্ধ সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে সরকার যেসব ব্যবস্থা নিতে পারবে- দেশের চা রপ্তানি বেড়েছে ৫৮ শতাংশ আরও অগ্রগতি হবে বলে আশা— কালনেত্র ভারতীয় টিভি চ্যানেলের গ্রাসে দেশিয় সংস্কৃতি; সুস্থ প্রজন্ম গড়তে বর্জন জরুরী— বানিয়াচংয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা নাঈম গ্রেফতার

বাংলাদেশের নারীদের রেকর্ড গড়া জয়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

➖

ক্রীড়া প্রতিবেদক◾

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল বাংলাদেশ নারী দল। সেই লক্ষ্য পূরণ হওয়ার বাস্তবতাও ছিল বেশ। কারণ র‍্যাংকিং থেকে ক্রিকেট শক্তি সবদিকেই আইরিশ নারীদের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ নারীরা।

 

এগিয়ে থাকার সেই প্রমাণ মাঠে রাখলেন নিগার সুলতানা জ্যোতিরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে রেকর্ড গড়া জয়ে মিরপুরে সিরিজ শুরু করেছেন তারা। প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে ১৫৪ রানের রেকর্ড ব্যবধানে জয় জ্যোতিদের।

 

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। পরে মাত্র ২৮ ওভার ৫ বলে আইরিশদের ৯৮ রানে অলআউট করে দেয় নারীরা।

 

২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা।

 

১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেলানির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি।

 

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন। তাছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

 

এর আগে বাংলাদেশ নারী দল রেকর্ডের মালা পরেছে ব্যাটারদের কল্যানে। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি ছিল মন্থর। ১৮ ওভারে আসে মাত্র ৫৯ রান।

 

৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ দ্রুত এগোতে থাকেন শারমিন সুপ্তা। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও জড়তা ছিল না তার।

 

অল্পের জন্য দেশের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান হতে পারেননি। তবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি স্পর্শ করেন। ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন সুপ্তা।

 

এ জয়ে নারী ওয়ানডে সুপার লিগে আরও ২ পয়েন্ট পেল বাংলাদেশ। এই লিগের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশের সুযোগটা খুব কম। আয়ারল্যান্ডের সঙ্গে এ জয় দিয়ে ১৫ পয়েন্ট নিয়ে আটে উঠেছে বাংলাদেশ। ৯-য়ে আছে উইন্ডিজ।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে পরের সিরিজেই উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সেরা আটে থেকে সরাসরি ভারত বিশ্বকাপের টিকিট পেতে চাইলে ক্যারিবিয়ানদের বিপক্ষেও ৩-০ তে জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট