প্রেস বিজ্ঞপ্তি◾
প্রবাসী কর্মী ও তাঁর পরিবারকে আইনগত সহায়তা করে যেসব প্রতিষ্ঠান।
◾ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
◾প্রবাসবন্ধু কল সেন্টার
◾myGov
প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাস বন্ধু কল সেন্টার স্থাপন করা হয়েছে। সকল প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা সহজেই তাঁদের সমস্যাগুলি নিয়ে ২৪/৭ এ কল সেন্টারের মাধ্যমে সহজেই প্রতিকার পায়। কল সেন্টারের যোগাযোগ নাম্বার হলোঃ
+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)
দেশে প্রবাসী কর্মী ও তাঁর পরিবারকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনগত সহায়তার জন্য আবেদন করতে পারবেন এই সাইটে www.mygov.bd (এক ঠিকানায় সরকারি সেবা)।
জনস্বার্থে- কালনেত্র
দ.ক.সিআর