➖
মোহাম্মদ সুমন◾
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। শনিবার বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন-চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম যোগদান করেই চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন, এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেন নবাগত ওসি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী চোরাকারবারিরা। ওসিকে অপসারণ করে নিজেদের রাস্তা পরিস্কার করতে তারা অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ চাপিয়েছে।
সোহেল নামে এক খেলোয়ার অভিযোগ করেন -মাদক থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে যাচ্ছি, এতে নতুন ওসির সার্বিক সহযোগিতাও আমরা পাচ্ছি, কিন্তু একটি প্রভাবশালী কুচক্রী মহল নিজেদের চোরাচালান ও মাদকের ব্যবসা টিকিয়ে রাখতে ওসিকে সরিয়ে দিতে চায়। সেলিম নামে একজন বলেন-আমরা মাদকমুক্ত চুনারুঘাট চাই, এজন্য আমরা ওসির জিরো টলারেন্স নীতি সমর্থন করি, চক্রান্ত করে তাকে অপসারণ করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব।
সম্প্রতি চুনারুঘাটের গাজীপুরে ব্যবসায়ী সুজাত ভূঁইয়ার কাছ থেকে ওসির নাম ভাঙিয়ে দুইলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে কবির নামে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে চুনারুঘাট থানা পুলিশ৷ এরপর প্রথম আলোসহ বেশকিছু স্থানীয় পত্রিকায় ওসির চাঁদাবাজি শিরোনামে সংবাদ প্রচার হয়। এসকল সংবাদকে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার বলে ওসি মোহাম্মদ নজরুল ইসলামের পক্ষে মানববন্ধন করে স্থানীয় জনতা।
দ.ক.সিআর.২৪