➖
মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾
কুড়িগ্রাম জেলার রাজারহাটে ২০-১২-২০২৪ইং শুক্রবার দিবাগত রাতে পৃথক দুটি মামলায় ৮ আসামি গ্ৰেফতার।
পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পথরোধ পূর্বক মারধর করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়া, ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্য ১টি মামলার ২জন আসামীকেও গ্রেফতার করা হয়েছে।
রাজারহাট থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের দেবিচরন গ্রামের ইয়াকুব আলীর পুত্র শরিফুল ইসলামকে ২০২৩ সনের ২৭ সেপ্টেম্বর একই এলাকার অভিযুক্ত আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের টগরাইহাট বড় পুলের পাড় নামক স্থানে পরিকল্পিতভাবে পথরোধ করে আটক করেন পরবর্তীতে পার্শ্ববর্তী আসামিরা ইট ভাটার আড়ালে নিয়ে শরিফুলকে বেধড়ক মারপিট করে পকেটে থাকা ২১হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে জোড় পূর্বক ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে ২লক্ষ টাকা চাঁদার দাবিতে ১২ঘন্টা ব্যাপী বিভিন্ন স্থানে আটকিয়ে রাখেন। এঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম আমলী আদালতে ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কুড়িগ্রামের ডিবি পুলিশের এস আই পুতুল কুমার মোহন্ত বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ২৭জুলাই ২০২৪ইং আদালতে চার্জশিট প্রদান করেন। এরই প্রেক্ষিতে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
শুক্রবার দিবাগত রাতে মামলার আসামীগণ রাজারহাট উপজেলার দেবিচরণ গ্রামের রাজ্জাক (২৬) জাহিদুল ইসলাম (৩৫) আব্দুল ওয়াহেদ (৫০) আব্দুর রাজ্জাক (৪০) ও উপজেলার খুলিয়াতারী গ্রামের আদম আলী (২৫) এবং চাঁন্দামারী গ্রামের আবুল কালাম (৫০) কে গ্রেফতার করেন। আর ১টি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আব্দুর রহিম ও মোছাঃ বেগমকে গ্রেফতার করেন পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন,গ্রেফতারী পরোয়ানা মূলে ৮ আসামীকে গ্রেফতার পূর্বক শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দ.ক.সিআর.২৪