কালনেত্র প্রতিবেদক◾
শ্রীমঙ্গলে ফুটপাতের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক থেকে অভিযান পরিচালনা করে ফুটপাতের ওপর থেকে দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ধরে রাখতে ফুটপাতের ওপর থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। যাদের বার বার সতর্ক করার পরও ফুটপাতের ওপর দোকান খুলে বসেন তাদেরকে আগামীতে জরিমানাসহ আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি আরও বলেন, পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাঈল উদ্দিন স্যার পৌরসভার সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখা হয়েছে।
দ.ক.সিআর.২৪