1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

সকল বাঁধা রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে নিশান এনজিও কর্তৃপক্ষ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিবেদন◾

হবিগঞ্জের মাধবপুরে হাঁটি হাঁটি পায়ে সাফল্যের ১৮টি বছর পেরিয়ে এসেছে নিশান সোসাইটি। বিগত ১৮ বছরের মধ্যে গ্রাহকের একটি টাকাও আত্মসাৎ করেনি। শাহজাহানপুরের তেলিয়াপাড়া রোডের নিশান অফিস দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সহিত উন্নয়ন ও সেবা দিয়ে আসছে, সংস্থা এবং স্হানীয় সূত্রে জানা যায়।

ইতিমধ্যে পলাতক হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই দেশের অর্থনীতির বেহাল অবস্থা সৃষ্টি হয়। এতে আর্থিক লেনদেনের সমস্যার সুবাদে একটি স্বার্থান্বেষী মহল নিশানকে ধ্বংস করতে উঠে পরে লাগে। ১৮ বছরের সুনাম নষ্ট করার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে, সহজ সরল গ্রাহকরাই আন্দোলনকারী হয়ে উঠে। মালিকপক্ষকে অবরোদ্ধ অবস্থায় রাখে। তাক্ষনিক অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও মাধবপুরের ইউএনও এর হস্তক্ষেপে নিশান অফিস ও মালিক পক্ষ অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পায়।

ঘটনার ধারাবাহিকতায় আজ ২৬ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৭টা অবদি নিশানের বিদ্ধস্ত লেনদেন আতংকের পরিসমাপ্তির লক্ষ্যে সংস্থাটির মালিক, কর্মচারী ও গ্রাহকদের উপস্থিতিতে একটি বিশেষ সভা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম, শাহজানপুর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান পারভেজ চৌধুরী, আমানতকারী ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিশেষ সভায় গ্রাহকদের সর্বসম্মতিক্রমে মোঃ জালাল উদ্দিন প্রশাসনিক পরিচালক হিসাবে নিশানের সর্বক্ষমতার দায়িত্ব প্রাপ্ত হন। এবং গ্রাহকদের আমানতের সমুদয় টাকার সুদ আগামী ৩ মাস পর থেকে ধারাবাহিক প্রদানের ও ৬ মাস পর থেকে আমানতের টাকা ফেরত চাহিলে প্রশাসনিক পরিচালক দিতে বাধ্য থাকিবেন বলে স্বিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত সকলের সামনে সাবেক নির্বাহী পরিচালক মঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যরা আমানতকারীদের অর্থ ফেরতের নিরাপত্তা হিসাবে স্ট্যাম্প স্বাক্ষর, ব্যাংক চেক ও জমির কাগজপত্র উপস্থাপন করেন।

নিশান সোসাইটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক পরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, সুনাম ধন্য এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন ও ক্ষুদ্রঋণ পরিচালনা করে আসছে। করোনাকালিন সময়েও এই প্রতিষ্ঠান মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে দ্বিধা বোধ করেনি। নিশানের প্রতি আমানতকারীদের আস্থা ও বিশ্বাস রাখার অনুরোধ করে তিনি বলেন, আমরা অনিয়ম কোনো কাজে লিপ্ত নই, আমরা একটি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে এবং নিশানের ২৮টি শাখায় চা-বাগান বন্ধ থাকার কারণে গ্রাহকরা কিস্তি না দেওয়ায় সমস্যা দেখা দেয়। তবে ইতিমধ্যে চা- বাগানগুলো চালু হয়েছে। প্রতিটি শাখার কেন্দ্রগুলোতে নিয়মিত কিস্তি উত্তোলন হলে এই সমস্যা থাকবে না। নিশান সোসাইটি সুনামের সঙ্গে সকল বাঁধা পেরিয়ে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

নিশানের ডেপুটি ডিরেক্টর আব্দুল জলিল সায়েম আমানতকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিশান কর্তৃপক্ষ দীর্ঘ ১৮ বছর যাবত সুনামের সহিত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। বিগত দিনগুলোতে যেহেতু কোন সমস্যা হয়নি। এবারও হবে না। খুব শীঘ্রই সমাধানের পথে চলে আসবে। নিশান কোনদিন দেশ ছেড়ে পালাবে না। নিশান ছিল আছে থাকবে। কারও কোন প্ররোচনা বা ভয়ভীতিতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার ফাঁদে পা দিবেন না। কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের প্রতি আমার এই অনুরোধটি রইল।

শাহজাহানপুর ইউপির চেয়ারম্যান পারভেজ চৌধুরী আমানতকারীদের উদ্দেশ্যে বলেন, নিশানের মালিক পক্ষকে আমরা বলছি উনাদের ব্যাংক হিসাব সহ প্রোপার্টির কাগজপত্র উপস্থাপন করতে এবং উনাদের পাসপোর্ট ও এনআইডি কার্ড প্রশাসনের কাছে জমা আছে। উনারা পালিয়ে যাবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো চলমান থাকবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম এসে গ্রাহক ও কর্তৃপক্ষের সব সমস্যার কথা নিরবে শুনেন। এবং আমানতকারীদের অর্থ ফিরে পেতে যেন কোন ধরনের সমস্যার সম্মুখীন নাহতে হয় এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

এছাড়াও সভায় নিশানের প্রধান কার্যালয় প্রাঙ্গনে হবিগঞ্জ জেলা পুলিশসহ তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই বুলবুল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান করছিলেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট