➖
কালনেত্র প্রতিনিধি◾
নতুন বছর ২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছে কালনেত্র পরিবার। এই উপলক্ষ্যে গতকাল সোমবার ২৮ ডিসেম্বর চুনারুঘাট প্রেসক্লাব কক্ষে কালনেত্র’র ক্যালেন্ডার উন্মোচন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সম্মানিত আহবায়ক, প্রথম আলোর সাংবাদিক ও জাতিয় প্রেসক্লাবের সদস্য জনাব মোঃ আলমগীর মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক ট্রাইবুনাল পত্রিকার সাংবাদিক ও সাইনটেক এর স্বত্তাাধিকারী মোহাম্মদ সুমন, প্রেসক্লাব সদস্য মোঃ সাজিদুল ইসলাম ও সাংবাদিক আলাউদ্দিন সহ আরও অনেক সাংবাদিক নেতৃবৃন্দগণ।
নতুন বছরের আগমনী গান ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দেয়ালে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য বের করা হয়েছে ক্যালেন্ডার, যেখানে সারা বছরের প্রতিটি দিনের হিসাব আর বারের নাম নিখুঁতভাবে লেখা থাকে। একটি বছর বারোটি নামের বারোটি মাসে ভাগ করে নতুন বছরটা গুছিয়ে কর্মমুখর করে তুলতে এখন সবাই ব্যস্ত। তবে এ ক্যালেন্ডারের ধারণা প্রথম আসে গ্রহ-নক্ষত্র স্থানান্তরের বিষয়টি পর্যবেক্ষণ করে। প্রাচীনকালে মানুষ লক্ষ্য করেছিল সূর্য, চাঁদ, তারা নিজস্ব পথে চলাচল করে। দীর্ঘদিন পর্যবেক্ষণ করে মানুষ এ গতিপথগুলো বুঝতে শেখে। তারা আরও লক্ষ্য করে, গ্রহ-নক্ষত্রগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে অবস্থান করে। কখন, কোন তারাটি কোথায় অবস্থান করলে ফসল বুনতে বা কাটতে হবে, এসব তারা জেনে ফেলে। বিভিন্ন ঋতুর শুরু বা শেষটাও তারা এভাবেই জেনেছিল। আর ক্রমে এ ধারণা থেকে বর্ষপঞ্জির প্রচলন ঘটে।
পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সূর্য এবং উপগ্রহ চাঁদকে লক্ষ্য করে দু’ধরনের ক্যালেন্ডারের প্রবর্তন হয়। প্রায় ছয় হাজার বছর আগে মিসরীয়রা প্রথম লক্ষ্য করেছিল, ৩৬৫ দিনে এক সৌরবছর ধরা যেতে পারে। আমাদের দেশে দু’ধরনের ক্যালেন্ডারের হিসাব প্রচলিত। ইংরেজি বর্ষের হিসাব ধরা হয় যিশুখ্রিস্টের জন্মদিন থেকে আর বাংলা বছরের ক্যালেন্ডারের প্রচলন করেন মোগল সম্রাট আকবর। এছাড়া আরবি বর্ষপঞ্জির চলও এ দেশে আছে। আরবি বর্ষপঞ্জি চান্দ্রমাসের হিসাবে গণনা করা হয়। এ হিসাবে ৩৫৪ দিনে এক বছর। হযরত মুহাম্মদ (সা.) যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিন থেকেই আরবি বছরের গণনা শুরু হয়।
শুরু হতে যাচ্ছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ -কে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব।
পাঠকদের জন্য ২০২৫ সালের ক্যালেন্ডার। বাংলা ও ইরেজি দিন তারিখ জানিয়ে দেয়া হলো।
দ.ক.সিআর.২৪