➖
চুনারুঘাট প্রতিনিধি◾
জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বৈশ্বিক সংকট যা মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন দিকে প্রভাব ফেলে।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইয়থ চেইঞ্জ মেকার কর্তৃক জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সচেতনতা মূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলার চেইঞ্জ মেকার মোঃ খালিদ হাসানের পরিচালনায় সেমিনারটি সম্পন্ন হয়। এতে বিদ্যালয়ের ৫৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব পংকজ নাহা, সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব শরদিন্দু বিকাশ কর, সহঃশিক্ষক জনাব কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকেই।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব এবং এই সংকট মোকাবেলায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে মোঃ খালিদ হাসান জানান, বিশ্ব ব্যাংকের মতে, বাংলাদেশ ২১০০ সালের মধ্যে সবচেয়ে খারাপ জলবায়ু পরিবর্তনের শিকার হবে। এতে দেশে ব্যাপক বন্যা হবে এবং ফসলহানি ঘটবে। এ কারণে দারিদ্র্য ও মুদ্রাস্ফীতি বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।
আরও বলেন, আমাদের এখন সময় সঠিক পরিকল্পনা করে এবং উন্নত দেশগুলোর কাছ থেকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কালেক্ট করার। না হলে সামনের দিনগুলো আমাদের জন্য অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।
দ.ক.সেবা.২৫