➖
কালনেত্র প্রতিবেদন◾
দেবী কর্মকার, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগমখান চা বাগানে বেড়ে উঠা এক প্রতিভাবান শিক্ষার্থী। চানপুর তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের টমাস আলভা এডিসন বিজ্ঞান ক্লাবের সক্রিয় সদস্য। ক্লাবটি Bangladesh Freedom Foundation- BFF এর সহযোগিতায় সেবা কর্তৃক পরিচালিত হয়ে আসছে।
ছোটবেলা থেকেই সে পড়াশুনায় অনেক মেধাবী এবং বিজ্ঞানে রয়েছে তার প্রবল আগ্রহ ও উদ্দীপনা। তার মা-বাবা এবং তার শিক্ষকরা প্রতিনিয়তই তাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যা তার এগিয়ে চলার পথে গুরুত্বপূর্ণ।
দেবী কর্মকারের বাবা বেগমখান চা বাগানের একজন শ্রমিক এবং মা একজন গৃহিনী। এই অভাব অনটনের মধ্যেও তারা তাদের মেয়ের শিক্ষার প্রতি অনেক মনোযোগি। সীমিত সামর্থের মধ্যেও মা-বাবার উৎসাহে সে পড়াশুনায় অনেক এগিয়ে।
দেবীর মা-বাবার এই অনুপ্রেরণা আমাদের শেখায়- ইচ্ছা শক্তি ও আন্তরিক চেষ্টা অগ্রগতিতে কোনো বাধা হতে পারে না।
আমরা প্রত্যাশা করি তার এই অগ্রযাত্রা সমাজে আলো ছড়াবে। এই মেধাবী কিশোরীর জন্য শুভকামনা।
সোর্স: সেবা
দ.ক.সিআর.২৪