1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

আজিজুর রহমান জয়, বিশেষ
প্রতিবেদক◾

হবিগঞ্জের মাধবপুরে গ্রেফতারি পরোয়ানা তামিল উদ্ধার চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও বিভিন্ন অপরাধের জড়িত থাকার অপরাধে ৪ জানুয়ারি রাত আনুমানিক ৩.৩০ মিনিটে ৩ আসামিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

জানা যায়, মাধবপুর থানাধীন ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের করড়া পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় এস আই নাজমুল হাসান, এস আই মোঃ শাহানুর ইসলাম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ২টি ধারালো চাকু ও ১টি লোহার রডসহ তাদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতির মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- ১) ব্যাঙ্গা ডোবা গ্রামের এমরান মিয়ার পুত্র মোঃ পারভেজ (২৩), ২) পূর্ববেঙ্গা ডুবা গ্রামের মোঃ সামসুল হকের ছেলে মোঃ রবিউল আউয়াল রুবেল (৩৮) অপর আসামি মাদারগরা গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ পারভেজ মিয়া (৩০) সর্ব থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধৃত আসামিরা অত্র থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রি কালে চুরি, ডাকাতি, ছিনতাই করে মর্মে তারা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রজু করা হয়েছে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট