প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৫:০২ এ.এম
চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
এফএম খন্দকারমায়া, চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা◾ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন ও সভাপতি অনিয়মে মনোনীত অভিযোগে উঠেছে।
রবিবার (৫ই জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বরাবর লিখিত উক্ত অভিযোগ করেন দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমদাদুল হক চৌধুরী।
অভিযোগ পত্রে নির্বাচন পরিচালার দায়িত্বে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ সাহা সহ নিয়োজিত সকল সদস্য কে বিবাদী করা হয়েছে। আবেদনপত্রে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার পূর্ব পর্যন্ত নিয়ম বহির্ভূত ও সংগঠনের গঠনতত্ত্ব পরিপন্থী রাজনৈতিক বলয়ে মনোনীত সভাপতি বাতিল করে প্রশাসনিক ভাবে দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য দাবি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতি পুর্নগঠনের জন্যে সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সমিতির গঠনতত্ত্ব ও নিয়মনীতির বাহিরে গিয়ে সভাপতি হিসেবে মাসুদ চৌধুরী হাইস্কুলে এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ কে সভাপতি ঘোষণা করা হয়েছে। যা নিয়মবহির্ভূত। তাছাড়াও নির্বাচনী তফসিল ঘোষণা না করেই আগামী ১৬ই জানুয়ারি ২০২৫ নির্বাচনের ঘোষণা দেন। কোন প্রকার তফসিল ঘোষণা, ভোটার হালনাগাদ ও প্রিজাইডিং কর্মকর্তা বহির্ভূত সভাপতি ঘোষণা নির্বাচন ব্যবস্থায় নির্বাচনী আইন বিরোধী। তাই উল্লেখিত অভিযোগ গুলো আমলে নিয়ে বহির্ভূত সভাপতি বাতিল করে নিয়মতান্ত্রিক তফসিল ঘোষণা করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি পূর্ণ সকল পদে একাধিক প্রার্থীতার সুযোগের দাবি করেন তিনি।
এ বিষয় চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে প্রধান ও অগ্রণী উচ্চ বিদ্যায়ের শিক্ষক পঙ্কজ সাহা জানান,বিগত সাইত্রিশ বছর যাবৎ উপস্থিত প্রার্থীতা ও সমোঝোতার মাধ্যমে চলে আসা ব্যবস্থায় কাউন্সিল সম্পন্ন করতে গেলে সভাপতি পদে একই ব্যক্তির নাম প্রস্তাবিত হলে তাকে সভাপতি ঘোষণা করা হয়। পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীতা সমোঝোতায় না আসায় চলতি মাসের ১৬ই জানুয়ারি নির্বাচন ঘোষণা করা হয় উক্ত পদ সহ ভিন্ন পদে। এক্ষেত্রে ভোটার হালনাগাদ ও নির্বাচন ব্যবস্থা পদ্ধতি বিষয়ে তিনি বিগত দিনের নাম সাক্ষর আংশিক তথ্য দিয়ে নির্বাহী কর্মকর্তা সাথে আলোচনা করার পরামর্শ দেন।
মায়া, চুনারুঘাট, ০১৭২৮৪০৮৬৮৪
দ.ক.সিআর.২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত