1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

সীমান্তে ভারতের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

কালনেত্র ডেস্ক◾

বাংলাদেশ সীমান্তে ভারতের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থীরা বিএসএফের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করে।

এ সময় বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সূচক ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ঢাকায় এবার উঠলো ডাক, বিএসএফ নিপাত যাক’, ‘ফেলানী স্বর্ণা জয়ন্ত, হত্যা চলছে অনন্ত’ ইত্যাদি শ্লোগান দেয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বহিঃপ্রকাশ হলো সিমান্ত হত্যা। এখন পর্যন্ত বাংলাদেশ ভারত সিমান্তে ২ হাজারের অধিকার সীমান্ত হত্যা সংগঠিত হয়েছে। বাংলাদেশ ভারত নতজানু পররাষ্ট্র নীতির জন্য আমরা এসব হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু পায়নি। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি) শুধু পতাকা বৈঠক করে নিহত বাংলাদেশীদের লাশ নিয়ে আনার কাজেই নিয়োজিত। বিজিবিকে আগের সেই শক্তি ফিরিয়ে দিতে হবে যাতে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্তচক্ষু দেখিয়ে সীমান্তে অবস্থান করতে পারে নতুবা বিজিবিকে পুনোরায় বাংলাদেশ রাইলফেলসে (বিডিআর) জাগ্রত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাস্সির বলেন, আমরা বাংলাদেশ সীমান্তে হওয়া প্রতিটি হত্যার বিচারের দাবি নিয়ে এসেছি। বিগত সময়ে বর্ডার গার্ডকে বস্তুত সীমান্তের দারোয়ান হিসেবে রাখা হয়েছে যে দারোয়ানের কেনো কর্তৃত্ব নেই। আমরা সীমান্তরক্ষীদের ক্ষমতায়নের জন্য এসেছি আমাদের সীমান্ত রক্ষীদের হারানো ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন এই জুলাইয়ে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি৷ এই শহীদ ফেলানী ও শহীদ আবরার ছিলো আমাদের জুলাই গনঅভ্যুত্থানের দুর্বার প্রেরনা। স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেলানী ও আবরাররা বার বার ফিরে আসবে৷

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার তার বক্তব্য বলেন, অন্তর্বতীকালীন সরকারকে আমরা বলতে চাই মেরুদন্ড নিয়ে চলুন৷ আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি চাই আপনাদের থেকে।পিলখানা হত্যাকাণ্ডে ভারত সরাসরি যুক্ত ছিলো।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারতীয় মিডিয়া কিভাবে সন্ত্রাস ছড়িয়েছে। উস্কানিমূলক সংবাদ প্রচার করে। তাদের নেতারাও উসকানিমূলক কথা বলার পাশাপাশি বিভিন্ন প্রপাগান্ডা চালিয়েছে। আমরা বাংলাদেশ সীমান্তে হওয়া প্রতিটি হত্যার বিচারের দাবি জানাই।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট