➖
প্রেস বিজ্ঞপ্তি◾
কালনেত্র, দেশ ও জনস্বার্থে একটি মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক। পত্রিকাটি ২০০৪ সাল থেকে সাহিত্যপত্র হিসেবে পথচলা শুরু করে। পরবর্তিতে স্যোসাল মিডিয়ার পাতায় পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে ২০১০ সালে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আসাদ ঠাকুর বহু চেষ্টা ও নিষ্ঠা দিয়ে সংবাদপত্রের তালিকায় এই নাম যুক্ত করেন। দীর্ঘ বিরতির পর ২০২২ সালের ২২ ডিসেম্বর হতে পত্রিকাটি দৈনিক হিসেবে চালু হয়। ২০২৩ সালের ২৬ মার্চ হতে কালনেত্রে রঙের ছোঁয়া লাগে।
বর্তমানে কালনেত্র একঝাঁক তরুণ সাংবাদিকদের নিরলস পরিশ্রমে অতি অল্প সময়ে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারণে পাঠকদের কাছে আস্থা অর্জনেও সক্ষম হয়। প্রতিদিনই ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে পাঠকের সামনে হাজির হচ্ছে। তথ্য প্রযুক্তিতেও এগিয়ে চলছে কালনেত্র।
এখন কর্ম পরিধি বিস্তৃত হয়ে পড়ায় সম্পাদনা বিভাগের দায়িত্ব বৃদ্ধি পায়। এ পরিপ্রেক্ষিতে পত্রিকার সম্পাদনা পরিষদের নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অনুসন্ধানী সাংবাদিক এফ এম খন্দকার মায়া। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদ ঠাকুর স্বাক্ষরিত এক পত্রে আগামী দুই বছরের জন্য তাকে এই পদে যুক্ত করা হয়েছে।
সাংবাদিক এফ এম খন্দকার মায়া জাতীয় দৈনিক আমাদের সময় ও ভোরের ডাক পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
১০ জানুয়ারি ২৫ থেকে দৈনিক কালনেত্র পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। তাঁর পেশাগত জীবন ও উজ্জল ভবিষ্যৎ কামনা করছে কালনেত্র কর্তৃপক্ষ।
দ.ক.নিয়োগ.২৫