➖
কালনেত্র ডেস্ক◾
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানুয়ারি মাসে ফ্যামিলি কার্ডের পণ্য তালিকা থেকে চাল বিক্রি বন্ধ করে দিয়েছে।
টিসিবি জানিয়েছে, খাদ্য অধিদপ্তর থেকে চালের যোগান না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, হাতে লেখা কার্ডের বদলে স্মার্ট কার্ড চালুর ফলে জানুয়ারিতে প্রায় ৩৭ লাখ কার্ডধারী টিসিবির কোনো পণ্যই কিনতে পারবেন না।
মঙ্গলবার ৭ই জানুয়ারি টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসে কার্ডধারীরা প্রতি কার্ডে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি পাবেন।
২০২৩ সালের জুলাই থেকে টিসিবি প্রতি কার্ডে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল সরবরাহ করছিল। খাদ্য অধিদপ্তর এই চাল সরবরাহের দায়িত্বে ছিল।
জানুয়ারি মাসে চাল সরবরাহ বন্ধ হওয়ার বিষয়ে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জানুয়ারিতে চাল না পাওয়ায় এ মাসে চাল দেওয়া সম্ভব হচ্ছে না। খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে, চাল পাওয়া গেলে আবার সরবরাহ শুরু হবে।
দ.ক.সিআর.২৫