➖
নিজস্ব প্রতিবেদক◾
দেশের লাল সবুজ পতাকা আর দেশের মানুষের প্রতি প্রবল টান প্রতিটা বাঙ্গালী প্রবাসীর মাঝে লক্ষণীয়। উন্নত দেশের পরিবেশ পরিস্থিতি যতই চাকচিক্যময় হোক না কেন, নিজের দেশের হাজারো সমস্যার কাছে তা অনেক সময় ম্লান হয়ে যায়। কারন নিজের দেশ নিজেরই। এ ভাবনাটা বিদেশে অবস্থানকারী বাঙ্গালীদের মাঝে বেশি দেখা যায়।
প্রযুক্তিগত উৎকর্ষের ফলে প্রবাসীরা এখন নিয়মিত দেশে অবস্থানরত পরিবার-পরিজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। ইচ্ছে হলেই আপনজনদের দেখা বা কথা বলা কোনো ব্যাপার না। তবে তা কেবল ভার্চুয়াল। এই যোগাযোগ আপাত দূরত্ব কমালেও মানসিক দূরত্ব ঠিকই থেকে যায় প্রবাসীদের সাথে দেশে অবস্থানরত পরিবার পরিজনদের। পরিবার পরিজনের পরেও দেশের মানুষের জন্য যে ভালোবাসা তার পরিধি কতটা বিস্তৃত তা কোন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের আবুল বাশার রাসেল একজন প্রবাসী। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রামের এক ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসার্থে সবার সহযোগীতা চেয়ে লিখেছেন,
গ্রাম সম্পর্কে মেয়েটি আমার ভাতিজি হয়। নাম মোছাঃ সেলিনা আক্তার, পিতা কদ্দুছ আলী, সাং- মধ্য দেওরগাছ, চুনারুঘাট। সেলিনার একটি (৪) বছরের কন্যা সন্তান রয়েছে। স্বামী এবং পিতা দিনমজুর। বর্তমানে সেলিনা মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এবং ক্যান্সার নামক ব্যায়বহুল চিকিৎসা চলমান আছে। ক্যামোও নিচ্ছে।
উল্লেখ্য যে, উক্ত চিকিৎসাব্যয় রোগীর পরিবার বহন করতে একেবারেই অক্ষম। চলতি চিকিৎসার খরচ বহন করে তারা পথে বসার মত অবস্হা। সেলিনার অবস্হা আমার নজরে আসলে আমি মানবিক কারনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হলাম। আপনারা সামর্থ অনুযায়ী সহযোগীতার হাত প্রসস্থ করলে একটি জীবন রক্ষা পাবে এবং তার ফুটফুটে কন্যার কাছে মা ফিরে আসবে। শিশুটির মুখে হাসি ফুটবে। হাসি ফুঁটানোর এযাত্রায় আপনাদের দয়ার হাতটি বাড়ানোর আবেদন জানাচ্ছি।
যোগাযোগঃ
রোগীর বোন- মোছাঃ তফসিরা খাতুন।
বিকাশ নং- 01750118202
প্রয়োজনে- আমার বিকাশ এবং নগদ নং- 01716126474
বি:দ্র: একজন প্রবাসীর দেশপ্রেমের আবেগের কাছে, তার বুকে লালন করা লাল সবুজ পতাকাটির কাছে আপনি/আমি পরাজিত হবো কিনা বিবেচনার প্রশ্ন রেখে গেলাম; প্রতিবেদক।
দ.ক.সিআর.২৪