1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

কোন প্রকার মন্ত্র ছাড়া সাত হাজার বিষধর সাপ ধরেছি: কবিরাজ রাজা ভাই

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান◾

নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন নন্দনালী গ্রামের রাজা ভাইকে এক নামে সাপের রাজা হিসেবে এলাকার সবাই তাহাকে চিনেন। আজব এই লোক সাপ ধরার ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। যতবড় বিষধর সাপ হোক না কেন কোন মন্ত্র লাগেনা।

সাপ ধরার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি হাত দিয়ে সাপ ধরি, সাপ ধরতে গিয়ে এপর্যন্ত ৪৩ বার সাপের কামড় খেতে হয়েছে। শরীলে অনেক কামড়ের দাগ রহিয়াছে কিন্তু আামাকে সাপ কামড় দিলেও কোন প্রকার বিষ শরীরে কাজ করে না। রাজা ভাই বলেন, এপর্যন্ত আমি বিভিন্ন প্রজাতির বিষধর প্রায় সাত হাজার সাপ ধরেছি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কাউকে সাপে কামড় দেয় রাজা ভাই শুধু তাহার শরীলে হাত দিয়ে ধরিলে এক মিনিটে তাহার শরীল থেকে বিষ নষ্ট হয়ে যায়, কোনো প্রকার শরীরে বিষ থাকে না। যদি কোন এলাকায় সাপ বের হয়েছে বা আটকা পড়েছে এমন খবর কবিরাজ রাজা ভাই পায় জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগে সাপটিকে ধরে তারপর উপস্থিত জনগণের সামনে ধৃত সাপ দিয়ে খেলা করে আনন্দ দেয়। এলাকায় সাপের রাজা হিসাবে রাজা ভাইকে চিনে সবাই৷ সাপের কামড়ানো রোগি ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগ করিলে ঐ রোগির মৃত্যু হবেনা।

রাজা ভাই বলেন, সাপে কামড়ানো রোগীকে সুস্থ করতে আমাকে কোন প্রকার টাকা পয়সা দেয়া লাগে না।

কবিরাজ মোঃ রাজা ভাই মোবাইল নম্বরঃ ০১৭৫২৯২৭৪৯৫

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট