➖
নিজস্ব সংবাদদাতা◾
চুনারুঘাটের সাবেক ফুটবলার মরহুম আবুল কালাম (সবুজ) স্বরনে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামের তালুকদার পরিবার ফুটবল একাডেমি এক বিশেষ খেলার আয়োজন করে।
অদ্য ১৭ জানুয়ারি শুক্রবার সকালে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে প্রথমে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। বিকেলে গ্রামীণ ঐতিহ্য বিবাহিত বনাম অবিবাহিত বিশেষ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ এই খেলার পরিচালনায় ছিলেন তাজুল ইসলাম তালুকদার। খেলায় বিবাহিত ৩ এবং অবিবাহিত ৪ গোলে জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত খেলার স্পন্সর হিসেবে ছিলেন আবুধাবি প্রবাসী জনাব সাইফুল ইসলাম তালুকদার।
উল্লেখ্য যে, তালুকদার পরিবার ফুটবল একাডেমির এই আয়োজন চার বছর যাবত চলমান।
দ.ক.সিআর.২৫