1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

আগস্ট থেকে এই পর্যন্ত ৪০টি মাজারে হামলা— কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিবেদন◾

রাজনৈতিক পট পরিবর্তনের পর মাজার-দরগায় হামলার ঘটনা ঘটে একের পর এক,অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও কাজ হচ্ছিল না।

পুলিশের তথ্য অনুযায়ী, গত সাড়ে চার মাসে ৪০টি মাজার আক্রান্ত হয়েছে। হামলার ঘটনা ঘটেছে ৪৪টি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়ে লিখেছেন, প্রতিটি ঘটনায় মামলা কিংবা জিডি হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারাদেশে আক্রান্ত হয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

তার মধ্যে একদল মাজার-দরগায় হামলা শুরু করে। মাজার ‘অনৈসলামিক কর্মকাণ্ডের আখড়া’ বলে এই সময়ে প্রচারও করে বিভিন্ন ইসলামী বক্তা।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক থেকে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব নেওয়া মাহফুজ আলম সেপ্টেম্বরেই হুঁশিয়ার করেছিলেন, মাজার ও ইসলামের বিভিন্ন মতাদর্শের প্রতিষ্ঠান ধ্বংস করা বরদাশত করবেন না তারা।

তারপরও হামলা, ভাংচুর, জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেই চলছে। ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত ৪০টি মাজার, দরগায় ৪৪টি হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মাজারে হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা বিভাগে, ১৭টি। চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি মাজার আক্রান্ত হয়েছে।

শেরপুর জেলার একটি মাজারেই চারবার হামলা হয়েছে। একটি মাজারে এতবার হামলা এই সময়ে আর কোথাও হয়নি।

হামলার এসব ঘটনায় ১৫টি মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে প্রেস সচিব লিখেছেন, দুটি মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। বাকিগুলোর তদন্ত চলছে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, সারাদেশে মাজার, দরগা রক্ষায় পুলিশ তার পক্ষে সম্ভব, সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

এবিষয়ে সরকারের কঠোর বার্তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মাজারে হামলার বিষয়ে সরকারের জিরো টলারেন্স। আগের হামলাগুলোর তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মাজারের নিরাপত্তার দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট