➖
হাফিজুর রহমান
রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি◾
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাঁন্দামারীর প্রত্যন্ত এলাকায় আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠন চাঁন্দামারী রামশিং কর্তৃক ৩০ ডিসেম্তাবর ২৪ তারিখ তাফসীর মাহফিলের মাধ্যমে সংগঠনটি উদ্বোধন করা হয়।
আল হেরা প্রতিষ্ঠার প্রথম কমিটির সভাপতির দায়িত্ব অর্পন করা হয় আলহাজ্ব আবু সাঈদ কে, সাধারণ সম্পাদকের দায়িত্বে মাহতাব আলী মারজান ও সাংগঠনিক সম্পাদক হিসাবে নিজামুদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেয়া হয় যেন সমাজের অসহায় অবহেলিত মানুষের কল্যাণে গঠিত সংগঠনটি গঠনতন্ত্র মোতাবেক এগিয়ে যেতে যেন দায়িত্ব পালনে প্রত্যেকে সচেষ্ট থাকেন।
যাবে বলে অদ্য সংগঠনটির খাদ্য সহায়তার মাধ্যমে যাত্রা শুরু করলো।
প্রথম মানবিক যাত্রায়
আজ ২৪ জানুয়ারি যাত্রা শুরুর প্রথম দিনে আল হেরা খাদ্য সহায়তা নিয়ে রাজারহাট ইউনিয়নের অসহায় কফিল উদ্দিনের বাড়িতে হাজির হন। এবং উক্ত বাড়ির নির্রধারিত পরিবারের হাতে ১মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও অত্র গ্রামের আব্দুল হক (৬৫), রামশিং বাজার সংলগ্ন তাইজান বেওয়া (৬০) কে একটি কটরে কম্বল প্রদান করেছেন আজ।
এ সময় সংগঠনের সদস্য সাঈদ, সেলিম, মাসুদ রানা, মাজেদুল ইসলাম, ফিরোজ আলম, মজিদুল ইসলাম, রানা চৌধুরী, মশিউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্তিত ছিলো পথের আলো, রাজারহাট স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আনিছুর রহমান লিটন ও সহঃ সম্পাদক হাফিজুর রহমান।
আল হেরার সভাপতি সংগঠনটির অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও অসহায় মানুষের পাশে থাকার দায়িত্ব সঠিক ভাবে পালনে উপস্থিত সকলের কাছে দোয়ার কথা ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫