➖
সাজল আহমেদ, কালনেত্র প্রতিনিধি◾
মুন্সি মুনতারিন জামাল প্রজ্ঞা' ঢাকা ডেন্টাল কলেজ থেকে Oral and Maxillofacial Surgery-তে অনার্সসহ বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
মুন্সী মুনতারিন জামাল প্রঞ্জা চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বিএনপি'র সাবেক ইউনিয়ন সভাপতি জনাব মুন্সী শফিকুর রহমান জামাল এর দ্বিতীয় কন্যা সে। প্রজ্ঞা পড়ালেখার শুরুতে জিপিএ ৫ নিয়ে হাজী মজলিশ মিয়া একাডেমি থেকে ৫ম শ্রেণী পাস করে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ নিয়ে এসএসসি সম্পন্ন করে।
প্রজ্ঞার বাবা শফিকুর রহমান জামাল হাজী মজলিশ মিয়া একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত শিক্ষকতায় নিয়োজিত আছেন। বাকি জীবন এ পেশাতেই কাটিয়ে দেয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
অপর দিকে প্রজ্ঞার মা মোছাঃ শাহীন আক্তার টেকারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রজ্ঞা দেশ ও মানুষের সেবায় চিকিৎসা শিক্ষায় আরও অনেক দূর এগিয়ে যেতে সবার দোয়া প্রার্থনা করেছেন।
দ.ক.সাজল.২৫