➖
কালনেত্র ডেস্ক◾
প্রযুক্তি যখন থেকে আমাদের জীবনের প্রতিদিনের অংশ হয়ে উঠছে, তখন থেকে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্ব আরও বেড়ে গেছে।
তাছাড়া জীবনকে সহজ করতে আমরা প্রযুক্তির বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়া করি। এর মধ্যে অনেক ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত থাকে। তাই যে কোন সময় সঠিক সুরক্ষা ছাড়া তথ্য চুরি বা অপব্যবহারের ঝুঁকিতে পড়তে পারি আমরা।
কীভাবেআপনার ডেটা রক্ষা করবেন?
১) তথ্যের ব্যবহার সম্পর্কে সচেতন হন, ডিজিটাল প্ল্যাটফর্ম বা AI সিস্টেম কীভাবে আপনার তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে, তা জানুন।
২) আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন, অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। অতিরিক্ত সুরক্ষার জন্য দুই-স্তরের ভেরিফিকেশন চালু করুন।
৩) আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাপ এবং ডিভাইসের প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করে প্রয়োজন মতো পরিবর্তন করুন।
৪) ফিশিং থেকে সাবধান থাকুন, কোনো ইমেল, বার্তা বা লিঙ্ক যাচাই না করে ক্লিক করবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে।
৫) সংবেদনশীল ফাইল বা যোগাযোগের জন্য এনক্রিপশন টুল ব্যবহার করুন।
২৮ জানুয়ারি ২০২৫ বিশ্বব্যাপী ডাটা সুরক্ষা দিবস। এ বছরের থিম "কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবতা, সুযোগ এবং চ্যালেঞ্জ ডেটা সুরক্ষার ক্ষেত্রে"।
আপনার তথ্য সুরক্ষিত করুন, আপনার গোপনীয়তা রক্ষা করুন।
কালনেত্র এর সকল সেবার সাথেই থাকুন। ধন্যবাদ
দ.ক.প্রযুক্তি.২৫